স্পোর্টস: একের পর এক চোটের আঘাতে জর্জরিত শ্রীলঙ্কার পেস বোলিং বিভাগ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাদের শক্তি কমেছে আরও। চোটের থাবায় ছিটকে পড়েছেন দুই পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা। শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) বৃহস্পতিবার বিবৃতিতে নিশ্চিত করে পাথিরানা ও মাদুশাঙ্কার চোট পাওয়ার কথা। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে মাদুশাঙ্কার। আর পাথিরানা ভুগছেন কাঁধের সমস্যায়। ভারতের বিপক্ষে এবার একটি টি-টোয়েন্টি খেলেছেন মাদুশাঙ্কা। পাথিরানা তিনটিতে একাদশে থাকলেও শেষ ম্যাচে বোলিং করতে পারেননি। গত মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যাচ ধরার জন্য ঝাঁপ দিয়ে চোট পান তিনি। অসুস্থতায় পুরো ভারত সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার দুশমান্থা চামিরা। আর দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অনুশীলনের সময় আঙুল ভেঙে যায় আরেক পেসার নুয়ান থুসারার। মাদুশাঙ্কা ও পাথিরানার বদলি হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার মোহামেদ শিরাজ ও এসহান মালিঙ্গাকে দলে ডেকেছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত ২৩টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন শিরাজ ১৯ গড়ে। আর এসহান নিয়েছেন ৮ ম্যাচে ৭ উইকেট। ওয়ানডে সিরিজের জন্য তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে শ্রীলঙ্কা; ব্যাটসম্যান কুসাল পেরেরা, পেসার প্রামোদ মাদুশান ও লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসাই। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু শুক্রবার। পরের দুই ম্যাচ রোববার ও বুধবার।
https://www.kaabait.com