• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮

শ্রাবণ শিল্পী সমিতির নির্বাচনে ১ ভোট পেলেন

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বিনোদন: শিল্পী সমিতির নির্বাচনে ১টি মাত্র ভোট পেয়েছেন নায়ক শ্রাবণ শাহর। শনিবার শিল্পী সমিতির নির্বাচনে দুই হেবিওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের সঙ্গে সেক্রেটারি পদে প্রতিদন্দিতা করেছেন তিনি। নির্বাচনের কয়েকদিন আগে নিপুণের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছিল তার। এ সম্পর্কে শ্রাবণ জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে। এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে ভোটের অধিকার ফিরে পান তিনি। এরপরই ঘোষণা দিয়ে নিপুণের বিপরীতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন এ নায়ক। এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটি এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। মাহমুদ কলিকে হারিয়ে সভাপতি হয়েছেন মিশা সওদাগর এবং নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমায় অভিনয় করেছেন শ্রাবণ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে তোকে ভালোবাসতেই হবে, ইঞ্চি ইঞ্চি প্রেম, দাবাং, অশান্ত মেয়েসহ একাধিক ছবি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com