মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতাঃ জাতীয় শ্রমিক লীগ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে মহান মে দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ মে) বিকেল ৩ টায় মোরেলগঞ্জ পৌরপার্কে আয়োজিত এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য,প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
জাতীয় শ্রমিক লীগ মোরেলগঞ্জ উপজেলা সভাপতি আলমগীর হোসেন বাদশার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল ইসলাম মন্টু,সাধারণ সম্পাদক আবু বকর খান। এ সময় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃ্ন্দ,পৌর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ ,উপজেলা আওয়ামলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক শামীম আহসান পলাশ,যুবলীগ নেতা হাসিব খান,রাসেল হাওলাদার,পৌর শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম খান,সাধারণ সম্পাদক দুলাল শেখ প্রমুখ।
এ সময় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন ,এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের ওই আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে প্রতি বছর এ দিবসটি সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখা এ সমাবেশ সফল করতে নেতা কর্মীদের ধন্যবাদ জানান ৷ জাতীয় শ্রমিক লীগের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার শ্রমিক লীগের নেতা কর্মীরাও শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাবে এমন প্রত্যাশা রাখেন সংসদ সদস্য।