• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪

শেখ হাসিনা সরকারের পদত্যাগে সারদেশের ন্যায় বাগেরহাটের  মোরেলগঞ্জে অনুষ্ঠিত হলো আনন্দ মিছিল ও শোভাযাত্রা 

প্রতিনিধি: / ২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগে  আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।।ছাত্র আন্দোলনের চাপ সইতে না পেরে সোমবার (৫ আগস্ট) দুপুরে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সরকার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগের পরপরই বাগেরহাটের  মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ, শিক্ষার্থী -জনতা, বিএনপি ও এর অংগসংঠন সহ বিভিন্ন পেশার জনগণ।
মঙ্গলবার সকাল ১০টায়  মোরেলগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে সাধারণ মানুষ। জাতীয় পতাকা হাতে নানান শ্রেণির নানান পেশার মানুষ উপজেলার বিভিন্ন সড়কে জমায়েত  হতে থাকে । সকাল  ১০ টা থেকেই খন্ড খন্ড আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এক সময় সে আনন্দ শোভাযাত্রা বিশাল আকার ধারণ করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় যোগদান করা সাধারণ মানুষের বক্তব্য শুনতে চাইলে অসংখ্য মানুষ বলেন নতুন করে এদেশ যেন স্বাধীন হলো। শিক্ষার্থীদের আন্দোলনকে দমানো এত সহজ নয়। এদেশের শিক্ষার্থী সমাজ নতুন করে ইতিহাস লিখলো। এসব শিক্ষার্থীদের থেকে আমরা নতুন করে শিক্ষা নিলাম কি ভাবে ন্যায্য দাবী আদায় করতে হয়।এসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের শোভাযাত্রায়  ভুয়া, ভুয়া স্লোগানে মুখর হয়ে উঠে মোরেলগঞ্জের  বিভিন্ন অলিগলি সহ পুরো উপজেলা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com