বিনোদন: চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, সমিতিতে এখন কোনো বিভাজন নেই। নিয়ম মানলে (ক্রাইটেরিয়া) যে কেউ সমিতির সদস্য হতে পারবে। এমনকি শাহরুখ খানও যদি নিয়ম মানে সেও এসে সদস্য হতে পারবে! বৃহস্পতিবার বিকেলে এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মিশা সওদাগর। এ সময় তাকে প্রশ্ন করা হয় সাবেক সেক্রেটারি জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে, জায়েদ কি সদস্য পদ ফিরে পাবেন? প্রশ্নের উত্তরে মিশা সোজাসাপ্টা উত্তর দেন, নিয়ম মানতে পারলে অবশ্যই পাবে। শুধু জায়েদ কেন, শাহরুখ খানও পাবেন। ‘শিল্পীরা সবাই ভাই-ভাই’ উল্লেখ করে মিশা বলেন, এখানে যারা আছে ‘আমরা সবাই রাজা’। এটা আমাদের বড় সৌন্দর্য্য। আর যে ১০৩ জনের সদস্যপদ বাতিল হয়েছিল সেগুলো আবার ফেরত দেয়া হয়েছে। কেন বাদ দেয়া হয়েছিল সেই অতীত টানতে চাই না। নির্বাচনী ইশতিহারে বলেছিলাম যা ওয়ান্স অ্যা মেম্বার, লাইফটাইম মেম্বার। যদি সরকারী কোনো ক্রাইম না করে তাহলে তারা আজীবন সদস্য হয়ে থাকবে। আমাদের মধ্যে অতীতে যে ভেদাভেদের সৃষ্টি হয়েছিল তার আর আছে বলে মনে হয় না। আমরা সবাই এক। সকলের তরে সকলে আমরা। পরাজিত সাবেক সেক্রেটারি নিপুণ সমর্থিত শতাধিক শিল্পীরা মিশা-ডিপজলকে এফডিসিতে সংবর্ধনা দিয়েছে। মিশার কথা, এই সদস্যপদ ফিরে পাওয়া মানুষগুলো না থাকতো আমাদের এত বড় বিজয় আসতো না। যে ১০৩ জন সদস্যপদ পেয়েছেন আপনারা এখন আলাদা করে ১০৩ ভাববেন না। ভাববেন আমরা সবাই মিলে ৫৪০ জন শিল্পী। আমি মনে করি আমাদের প্যানেল ৯৫% সফল। এতে আমরা সবাই গর্বিত। কঠোর কণ্ঠে হুশিয়ারি দিয়ে মিশা বলেন, কেউ যদি সংবিধান পরিপন্থী কাজ করে তাহলে নিশ্চিত তাকে সাজা ভোগ করতে হবে। যে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংবিধান ও সংগঠন কি জিনিস, ক্যাবিনেটে কারা আছে। গেল ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরেছেন নায়িকা নিপুণ আক্তার। তিনি হেরেছেন ডিপজলের কাছে, তাও ১৬ ভোটে। ভোটের ফলাফলও মেনে নিয়েছিলেন নিপুণ! এমনকি ফলাফল ঘোষণার সময় নব নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন! তবে মাস পূর্তির আগেই শিল্পী সমিতি বিজয়ী মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেলের নির্বাচিত কমিটির (২০২৪-২৬ মেয়াদের নির্বাচন) ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন নিপুণ। রিটে তিনি মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি তদন্ত চেয়েছেন। নিপুণ বলেছেন, নির্বাচনে কারচুপি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার হাতে যেহেতু কারচুপির প্রমাণ আছে, সঠিক বিচার আদালত করবেন। এ মাসের শেষে ঢাকা ফিরবো। আমার কাছে থাকা যথেষ্ঠ প্রমাণ আলাদতে তুললেই সব পরিস্কার হয়ে যাবে। আর এতে করে তেলে-বেগুনে জ¦লে উঠেছেন সভাপতি ও সেক্রেটার মিশা-ডিপজল। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথেও কথা বলেন মিশা সওদাগর ও ডিপজল। এ সময় রিটের বিষয়টি নিয়ে কথা উঠলে নিপুণের উদ্দ্যেশ্যে বাংলা সিনেমার এই ‘ভয়ংকর বিষু’ বলেন, ‘কেস খেলবা, আসো! যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা। আমরা চাই চলচ্চিত্রকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করার। আমরা ঝামেলা চাই না।’
https://www.kaabait.com