• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০

শরণখোলায় একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি সোহাগ

প্রতিনিধি: / ২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট): শরণখোলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৃষ্টির পানি সংরক্ষণে
অর্ধশত ট্যাঙ্ক এবং ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪৪ জনকে ঢেউ টিনসহ
অর্থসহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে রায়েন্দা
ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করেন
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ ।
এছাড়া সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অসহায় ও দুস্থ্য রোগীদের অর্থসহায়তার
চেক, আরইআর এপি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়ের চেক ও সেলাই
মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ও উপজেলা আওয়ামীলীগের
সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন মুক্তা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি এ এইচ এম
কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা
প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান মিলন প্রমুখ।
এরআগে সকাল ১০টায় এমপি বদিউজ্জামান সোহাগ উপজেলার ধানসাগর,
খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের তিনটি কার্পেটিং রাস্তার নির্মাণ
কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু
কর্ণার ও ব্লাড ব্যাংক উদ্বোধনসহ কর্মরত চিকিৎসকদের সাথে
মতবিনিময় করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com