নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া বেশ কড়া চোখেই দেখছে বিসিসিআই। যদিও নাস্তানাবুদ হওয়া দলটিকেই অস্ট্রেলিয়ায় পাঠানো হবে, তবে অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্স দেখে রোহিত-কোহলিসহ দলের জ্যৈষ্ঠ ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে ভারতের মিডিয়াপাড়ায়। কোহলি ও রোহিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা টার্নিং বলের বিরুদ্ধে যেন লড়াতেই পারেনি। সফরকারী নিউজিল্যান্ডের বোলাররা ভারতীয় ব্যাটারদের নাস্তানাবুদ করে ছেড়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো সিনিয়র পেশাদার খেলোয়াড়রা যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন তখন চ্যালেঞ্জের কাছেও যেতে পারেননি। এতেই চটেছে বিসিসিআই। ভারতের সংবাদসংস্থা পিটিআই তথ্যমতে, অস্ট্রেলিয়া সিরিজের পরই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই। পিটিআইয়ের একটি প্রতিবেদনে এখন দাবি করা হয়েছে যে সমস্ত সম্ভাবনার মধ্যে, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দেশের মাটিতে একসাথে তাদের শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির পরে এই সিনিয়র খেলোয়াড়দের ভবিষ্যত নির্ধারণ করা হবে। বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘‘এটি একটি বিশাল বিপর্যয় হয়েছে কিন্তু, অস্ট্রেলিয়া সিরিজ কয়েকদিন পরই এবং স্কোয়াডও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তাই অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে আর কোনো কিছু করার থাকবে না’’। অর্থাৎ বিসিসিআইয়ের সূত্রের এই কথা থেকে বুঝা যাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের পরেই নিউজিল্যান্ড সিরিজ হারের ধাক্কাটা খেতে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সফরের জন্য সাময়িকভাবে ছাড় পাচ্ছেন তারা। তবে ঠিকই চাপে থাকবেন। সম্ভবত সাম্প্রতিককালে এবারই সবচেয়ে কঠিন সময়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত।
https://www.kaabait.com