• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৬
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

লিটনের সেঞ্চুরি, হাসানের আঘাত; শঙ্কার পর স্বস্তিতে বাংলাদেশ

প্রতিনিধি: / ৫৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

২৬ রানে ৬ উইকেট পরে যাওয়ার পর যেখানে ফলোঅনের ভাবনা শুরু হয়ে গিয়েছিল, সেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ২৬২ রান করেছে বাংলাদেশ। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান তুলেছে ৯ রান, হারিয়ে ফেলেছে ২ উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে রানে ২১ এগিয়ে আছে পাকিস্তান। ৮ উইকেটে ১৯৩ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনে খেলা শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা লিটন দাস ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরিটা ছুঁয়েছেনও লিটন। তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পর বাংলাদেশের অপেক্ষা ছিল লিড নেওয়ার। সেদিকটায় ভালোভাবেই এগোচ্ছিল টাইগাররা। তবে লিড নেওয়ার একদম দ্বারপ্রান্তে এসে তালগোল পাকালেন লিটন। দলের ২৬২ রানের মাথায় আঘা সালমানের বলে সাইম আইয়ুবের ক্যাচ হয়ে আউট হন তিনি। বাংলাদেশের লিডের স্বপ্নটাও যেন সেখানেই ধূলিসাৎ হয়ে যায়। ২২৮ বলে ১৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান লিটন। একই ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন নাহিদ রানা। ২৬২ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। পাকিস্তান পায় ১২ রানের লিড। ৫১ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ। পাকিস্তানের হয়ে ৬ উইকেট তোলেন খুররাম শাহজাদ। ২টি করে উইকেট নিয়েছেন মির হামজা এবং আঘা সালমান। দ্বিতীয় ইনিংসে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে দেন টাইগার পেসার হাসান মাহমুদ। পরে দিনের শেষ বলে নাইটওয়াচম্যান খুররাম শাহজাদকে বোল্ড করে দেন হাসান। ২ উইকেট হারিয়ে ৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। পাকিস্তানের লিড এখন ২১ রানের।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com