• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:০৫

লিটনের পরিশ্রমই গুরুত্বপূর্ণ দলের কাছে

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ মে, ২০২৪

স্পোর্টস: সময়টা আসলেই ভালো যাচ্ছে না লিটন দাসের। তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ২৩ ইনিংসে কোনো ফিফটি নেই। গত শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষেও আউট হয়েছেন মাত্র এক রান করে। জিম্বাবুয়ের পেসার বেøসিং মুজারাবানির গুড লেংথের বল লিটনের ব্যাট ও প্যাড ফাঁকি দিয়ে স্টাম্পে আঘাত হানে। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজেও আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। স্বাভাবিকভাবে লিটনের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। তবে শনিবার বাংলাদেশ ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন, রানে ফিরতে পরিশ্রমের কমতি রাখছেন না লিটন। হেম্প বলছিলেন, ‘সে হয়তো রান পাচ্ছে না। কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। ক্রিকেটাররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে, কখনো তারা রান করবে, কখনো আবার করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’ লিটনের সমস্যা টেকনিক্যাল নাকি মনস্তাত্তি¡ক প্রশ্নে হেম্পের উত্তর, ‘আসলে কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক-সেদিক করে, গত রাতে যা করল। এখানে ব্যাট করাটা কঠিন, কারণ নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com