• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৬
সর্বশেষ :
বাগেরহাটে দুইদিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ বার্ড ফ্লুর প্রকোপে ডিম বিক্রি সীমিত যুক্তরাষ্ট্রে, বেড়ে গেছে চুরি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে তাইওয়ানে নিহত কমপক্ষে ৫ ইসরাইলের গাজায় ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেয়ার হুমকি ট্রাম্প সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ মাস্কের ক্যালিফোর্নিয়া কিনে নিতে ডেনমার্কের পক্ষে অনলাইনে আবেদন! মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা,আফগানিস্তানে হতাহত ৪

রেস্তোঁরা ধসে স্পেনে নিহত ৪, আহত ২১

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪

বিদেশ : স্পেনের জনপ্রিয় পর্যটন দ্বীপ মাহোরকাতে দুইতলা ভবন ধসে চারজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। জরুরি পরিষেবাগুলো স্থানীয় সময় গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ জানিয়েছে, আহতের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক এবং ৯ জন গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্পেনের গণমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় মাহোরকার রাজধানী পালমার মেডুসা বিচ ক্লাব ভবনটি ধসে পড়ে। এটি সমুদ্রসৈকতের সামনের একটি রেস্তোঁরা। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বলেছেন, প্রথম জরুরি ফোনটি আসে রাত ৮টার দিকে। ওই মুখপাত্র আরো বলেন, ‘সম্ভবত অতিরিক্ত ওজনের কারণে ভবনটি ধসে পড়েছে। দুর্ঘটনার কারণ এখনো তদন্ত করা হচ্ছে।’ তবে স্থানীয় টেলিভিশন আইবি৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় রেস্তোরাঁটির ছাদে মানুষ নাচছিল। এ সময় ফ্লোর ধসে পড়ে। অগ্নিনির্বাপক দলের এক সদস্য জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ধসে পড়া ধ্বংসস্তূপের চারপাশে মানুষ কাঁদছে এবং চিৎকার করছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স (সাবেক টুইটার)-এ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার আঞ্চলিক কর্তৃপক্ষকে সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করবে বলেও জানিয়েছেন। সূত্র : আলজাজিরা


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com