• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৯

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় পানামা পতাকাবাহী জাহাজ

প্রতিনিধি: / ৯৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ মে, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি কেএস এআইএম’। মঙ্গলবার (৩০এপ্রিল) বিকেলে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে জাহাজটি নোঙ্গর করে । পানামা পতাকাবাহী জাহাজ ‘এম. ভি কেএস এআইএম এর স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯০৪ প্যাকেজের ২ হাজার ৬০৩ টন ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে ২৮ মার্চ রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ ‘এম. ভি কেএস এআইএম।

কাস্টম ক্লিয়ারিংসহ সকল নিয়মকানুন শেষে মালামাল খালাস শুরু হয়েছে। এরপর খালাসকৃত মালামাল সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌছে দেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com