• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪

রুশ বিমানঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি ইউক্রেনের

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বিদেশ : রাশিয়ার বিমানঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, দেশটির মোরোজোভস্ক বিমানঘাঁটি ও রাশিয়ার তিনটি অঞ্চলে বেশ কয়েকটি তেলের ডিপো ও জ¦ালানি সঞ্চয়কেন্দ্রে রাতভর হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, বিমানঘাঁটিতে করা হামলাটি একটি গোলাবারুদ ডিপোতে আঘাত হানে। সেখানে অন্যান্য সরঞ্জামের মধ্যে গাইডেড এরিয়াল বোমা সংরক্ষণ করেছিল রুশ বাহিনী। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রুশ যুদ্ধ বিমান যেখানেই চিহ্নিত হোক না কেন, সেগুলো সব কার্যকর উপায়ে ধ্বংস করতে হবে। রুশ বিমানঘাঁটিতে হামলা করাটাও বেশ ন্যায্য। আর মিত্রদের সহযোগিতায় আমাদের এই যৌথ সমাধানটি দরকার-একটি নিরাপত্তা সমাধান।’ রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য বারবার মিত্রদের কাছে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। গতকাল শনিবার জেলেনস্কি বলেছিলেন, গত সপ্তাহে ইউক্রেনে হামলার জন্য ৬০০টিরও বেশি গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করেছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক প্রতিবেদনে বলা হয়েছে, বেলগোরোড, কুরস্ক এবং রোস্তভ অঞ্চলে তেল ডিপো এবং জ¦ালানী সুবিধাগুলোতে হামলায় অন্তত দুটি তেল ট্যাংকে আগুন লেগেছে। বেলগোরোডের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, আগুন নেভানো হয়েছে এবং কেউ হতাহত হননি। চলতি বছর নাটকীয়ভাবে রাশিয়ার তেল স্থাপনায় হামলার জন্য দূরপাল্লার ড্রোনের ব্যবহার বাড়িয়েছে ইউক্রেন। ২৯ মাস পুরনো এই আগ্রাসনে রুশ বাহিনী ইউক্রেনের জ¦ালানি সরবরাহকারী সাইটগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com