• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:২৩
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

রিয়ালের শিরোপা জয় বার্সার হারে

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ মে, ২০২৪

স্পোর্টস: লা লিগায় শনিবার রাতে মাঠে নেমেছিল দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাদিজের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। অন্যদিকে জিরোনার বিপক্ষে মাঠে নামে বার্সা। রিয়াল জয় আর বার্সা হারলেই লিগ শিরোপা জিতবে এমন লস বøাঙ্কোরা। এমন সমীকরণ ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে। কাদিজের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পায় রিয়াল। অন্যদিকে জিরোনার কাছে ৪-২ গোলের ব্যবধানে হারে বার্সেলোনা। এতেই চার ম্যাচ হাতে রেখেই লা লিগার ৩৬তম শিরোপা নিজেদের করে নিয়ে লস বøাঙ্কোরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে রিয়াল। ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহ্যাম ও জোসেলুর গোলে কাদিজকে ৩-০ গোলে হারায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে জিরোনার মাঠে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কাতালানদের। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সা। আন্দ্রেস ক্রিস্টেনসেন গোল করে এগিয়ে নেন দলকে। তবে পরের মিনিটেই আর্টেম দোভবিকের গোলে সমতা ফেরে জিরোনা। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে রবার্ট লেভানডোস্কি গোল করে আবার এগিয়ে নেন বার্সাকে। বিরতির পর ৯ মিনিটের ব্যবধানে জাভির শিষ্যদের ম্যাচ থেকে ছিটকে দেয় জিরোনা। ৬৫ মিনিটে পোর্তু গোল করে সমতা ফেরান। ৬৭ মিনিটে মিগুয়েল গুতিয়েরেজ গোল করে এগিয়ে নেন দলকে। আর ৭৪ মিনিটে পোর্তু নিজের জোড়া গোল পূর্ণ করেন। এতেই ৪-২ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ৩৪ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৮৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে জিরোনার ৭৪ ও বার্সার ৭৩। বাকি চার ম্যাচ জিতলেও রিয়ালকে আর ধরতে পারবে না তারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com