দেশের জার্সিতে দারুণ পারফর্ম্যান্সের পুরষ্কার পেলেন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন। প্রথমবারের মতো রিশাদ দল পেলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে বিবিএল মাতাবেন রিশাদ হোসেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম বড় আসর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। পরবর্তী আসর শুরু হওয়ার আগে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ৯ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে হোবার্ট হ্যারিকেন্সে ডাক পেলেন রিশাদ হোসেন। রিশাদ হোসেন এবারের বিবিএলে অ্যাভেইলেবল থাকবেন ৬ থেকে ৯টি ম্যাচ ও ফাইনালের জন্য। ড্রাফটে নাম লেখানোর সময়ই জানানো হয় তার খেলার সময়সীমা। হোবার্ট হ্যারিকেন্সে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন ম্যাথু ওয়েড, নাথান এলিস, ক্রিস জর্ডানের মতো তারকাদের। চলতি বছরের ১৫ ডিসেম্বর শুরু হবে মেন্স বিগ ব্যাশের ১৪তম সংস্করণ।
https://www.kaabait.com