জিয়া সাঈদ
এই যে রাহুচক্রের মতো
ঘুরেফিরে আসে ঝড় ,
ঝড়ের ইন্ধনে নদী
বাঁধ ভেঙে ঢুকে পড়ে গ্রামে –
গ্রামের পর গ্রাম
ডুবতে থাকে জলে, জঞ্জালে
ডুবে যায় ঘাম, সংগ্রামের কত অর্জন
কত শখ স্বপ্নের পত্তন ;
এমন আচম্বিত ঘাত গূঢ় ব্যাঘাতের
কত চিহ্ন চূর্ণ থাকে
মানুষ ও পৃথিবীর বুকে
সমাসন্ন জরার জড়তা থাকে
কোনো কোনো মানুষের পায়ে
তবু উত্থানের আওয়াজে
ডাক দিলে ভোর
সুন্দর, সম্ভাবনার দিকেই পা ফেলে –
পাল তোলে অদম্য মানুষ….