• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৮
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ করলো পিএসএল

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি। তার আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজি কোন কোন খেলোয়াড়কে এই আসরের জন্য ধরে রাখবে সেই তালিকা নিশ্চিত করেছে। পিএসএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে তাদের আগের আসরের দল থেকে সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখতে পারতো। তিনটি ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েট্টা গø্যাডিয়েটরস, লাহোর কালান্দার্স সেটাই করেছে। আর করাচি কিংস, মুলতান সুলতানস এবং পেশোয়ার জালমি প্রত্যেকে সাতজন খেলোয়াড় ধরে রেখেছে।

ইসলামাবাদ ইউনাইটেড (৮)-
শাদাব খান, নাসিম শাহ, ইমাদ ওয়াসিম, আজম খান, সালমান আলী আগা, হায়দার আলি, কলিন মুনরো এবং রুমান রাইস।

কোয়েট্টা গø্যাডিয়েটরস (৮)-
আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো, আকিল হোসেন, সৌদ শাকিল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খাজা নাফে, এবং উসমান তারিক।

লাহোর কালান্দার্স (৮)-
শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড ভিসা।

করাচি কিংস (৭) –
হাসান আলি, জেমস ভিন্স, মোহাম্মদ ইরফান খান, শান মাসুদ, আরাফাত মিনহাস, টিম সেইফার্ট এবং জাহিদ মেহমুদ।

মুলতান সুলতানস (৭)-
মোহাম্মদ রিজওয়ান, উসামা মীর, ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান, ক্রিস জর্ডান এবং ফয়সাল আকরাম।

পেশোয়ার জালমি (৭)-
বাবর আজম, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মোকিম, আলী রাজা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com