বিনোদন: নির্মাতা রায়হান রাফি কলকাতার দেব ও জিৎকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন, প্রস্তাবটা নাকি টালিউডের দুই সুপারস্টারের কাছ থেকেই রাফি পেয়েছেন- এমন একটি সংবাদের অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেব বলছেন- নট ট্রু, অর্থাৎ সত্য নয় অর্থাৎ এটি মিথ্যা। মানে রাফির সেই কথাটি মিথ্যা। ওই অংশে লেখা ছিল রায়হান রাফি দাবি করেছেন তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনই আমাকে তার সাথে কাজের প্রস্তাব দিয়েছেন। আমি এখনো কাউকে কনফার্ম করিনি। তবে একটি সূত্র জানাচ্ছে রাফি এমন কোনো কিছু দাবিই করেননি। দেব-এর মতো সুপারস্টারের এটা যাচাই করার দরকার ছিল। তবে জানা গেছে, হুবহু রাফি এমনটা বলেননি- তবে এমনই ইঙ্গিত দিয়েছেন এক সাক্ষাৎকারে। এসময় রাফি বলেন, দুই বাংলায় এখন এত বড় ব্যবসা কেউ দিতে পারছে না। স্বভাবতই ওপার বাংলার দেব এবং জিতের প্রসঙ্গ বারবার আসে। সেখানে কলকাতার ছবি নির্মাণের প্রস্তাব আসে কি না, এমন প্রশ্নে রায়হান রাফি তার উত্তরে বলেন, এল তো অনেকগুলা। এবার আসতেছে অনেকগুলা, তুফানের পর। বড় দুইজন স্টারের কাছ থেকে অফার এসেছে এই তুফানের পরে। নাম না বলি। এখনও হ্যা, না কিছুই বলা হয়নি। বসা হয়নি। আমার গল্পের জন্য যাকে লাগবে তাকে নিব। এই মুহূর্তে ওপার বাংলায় দুই বড় স্টার দেব ও জিৎ। আর স্পষ্টতই রাফি সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে দেব সরাসরি বলে দিলেন এমন কোনো ইচ্ছে তার নেই।
https://www.kaabait.com