• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:০৮
সর্বশেষ :
বিদেশ ভ্রমণে আর বাধা রইলোনা ব্যাংকারদের ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার এলসি খোলার জন্য সরকারের দ্বারস্থ শিল্প মালিকরা চলতি মাসের প্রথম ১৮দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা আমদানি মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক ওয়ার্কশপ সেবার ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ  পাইকগাছায় ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  পাইকগাছায় লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন  পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত 

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিদেশ : রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গত মাসের শেষের দিকে কিয়েভে এফ-১৬ যুদ্ধবিমান সরবারহের পর এটিই প্রথম বিধ্বস্তের ঘটনা। রাশিয়া ইউক্রেনে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যুদ্ধকালীন যা অন্যতম বড় বোমা হামলা। এ হামলা প্রতিহত করতে গিয়ে ক্যাপ্টেন ওলেক্সি মেস (পাইলট) প্রাণ হারান। এই মিশনে ওলেক্সি মেসের কল সাইন ছিল ‘মুনফিশ’। তার মৃত্যু ইউক্রেনের জন্য একটি বড় ক্ষতি। কারণ তিনি এমন কয়েকজন পাইলটদের মধ্যে একজন ছিলেন, যারা নতুন কেনা এফ-১৬ চালানোর জন্য প্রশিক্ষিত। ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বাহিনীর ইউনিটকে ব্যবহার করা হয়। বিমান বহর তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর সময় এফ-১৬ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হন। ইউক্রেনের ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইউনিট বলছে, ২৬ আগস্ট রাশিয়ার একটি বিশাল যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিহত করার সময় পাইলট ওলেক্সি তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছিলেন। ওলেক্সি ইউক্রেনীয়দের প্রাণঘাতী রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচিয়েছেন। দুর্ভাগ্যবশত তা নিজের জীবনের বিনিময়ে…। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে প্রথম এফ-১৬ বিমানটি গত জুলাইয়ের শেষের দিকে কিয়েভে পৌঁছায়। বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে ইউক্রেনকে ৬০টির বেশি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছে। যদিও রাশিয়ার বিমান বহর ইউক্রেনের চেয়ে প্রায় ১০ গুণ বড়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com