বিদেশ : রাশিয়াকে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র পরিচালনায় কয়েক ডজন রুশ সেনাকে প্রশিক্ষণও দিয়েছে তেহরান। সমপ্রতি ইউরোপীয় গোয়েন্দাদের দুটি সূত্র এ দাবি করেছে। খবর রয়টার্সের। সূত্রের দাবি, রুশ সেনাদের স্বল্প-পাল্লার ফাথ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যে হামলা চালাতে পারে। বহন করতে পারে ১৫০ কেজি ওয়ারহেড। অবিলম্বে মস্কোকে কয়েকশো স্যাটেলাইট-চালিত অস্ত্র দিতে যাচ্ছে তেহরান। এসব অস্ত্র ইউক্রেনে চলমান যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া। গত ১৩ ডিসেম্বর তেহরানে ইরানের কর্মকর্তা ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। এ চুক্তি মোতাবেক রাশিয়াকে ফাথ-৩৬০ এবং আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে তেহরান। এসব অস্ত্র তৈরি করেছে ইরানের সরকারি প্রতিষ্ঠান। স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম গোপন রাখার শর্তে এমনটা জানিয়েছে ওই গোয়েন্দা সূত্র। এ বিষয়ে জানতে চাইলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং জি-৭ তীব্র প্রতিক্রিয়া দেখাবে।
https://www.kaabait.com