সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ কোটা সংস্কার, আন্দোলনরত শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও ছাত্রলীগের হামলার বিচার দাবিতে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।জেলার সাধারন শিক্ষার্থীদের ব্যানারে বুধবার (১৭ জুলাই) দুপুরে জর্জ কোট সংলগ্ন মহাসড়ক থেকে মিছিলটি বের হয়।মিছিলটি ধাক্কামারা গোল চত্তর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়ক অবরোধ করে।এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।দূর্ভোগে পড়ে পথচারী।
সমাবেশে শোহানুর রহমান, শাকিল,মাহাবুব,আল সাবাহ শিক্ষার্থীদের সমন্বয়ে স্কুল কলেজের হাজারো শিক্ষার্থী সমাবেশে অংশ নেয়।পরে সড়ক থেকে শিক্ষার্থীরা সড়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার,
কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।
সারা বাংলায় খবর দে,কোটা প্রথা কবর দে,কোটা না মেধা,মেধা মেধা এই স্লোগানে মুখরিত পুরো এলাকা।