বিনোদন: ভারতের লোকসভা নির্বাচনে এবার তারকা প্রার্থী হিসেবে নাম লেখাতে যাচ্ছেন বলিউডে আলোচিত নাম রাখি সাওয়ান্ত। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাহুল গান্ধীর থেকে ফোন পেয়ে নাকি নির্বাচনে প্রার্থী হচ্ছেন রাখি। শোনা যাচ্ছে মোদির বিজিপির টিকিট পাওয়া কঙ্গনা রানাউতের বিরুদ্ধে প্রার্থী হতে চান বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। ঘটনা সত্যি হলে বলিউড কুইন বনাম ‘ড্রামা কুইন’ লড়াই দেখতে পাবে ভোটাররা। স¤প্রতি গণমাধ্যমে রাখি বলেন, রাহুল গান্ধীর ফোন এসেছিল। উনি বললেন, হ্যাঁ, আপনি ভোটে লড়ছেন। মোদিজি আপনাকে টিকিট না দিলে কী হয়েছে, আমরা আপনার খেয়াল রাখব। এর আগে মোদির কাছ থেকে মাÐির নির্বাচনের টিকিট চেয়েও পাননি বলে জানান এই অভিনেত্রী। তাই তিনি রাহুল গান্ধীর কাছে আবেদন জানিয়েছেন। রাখি বলেছিলেন, রাহুল হান্ধীর কাছে আবেদন জানাচ্ছি, যাতে তিনি কঙ্গনার বিরোধিতায় আমার পাশে দাঁড়ান। আমি নিশ্চিতভাবে জিতব। মাÐির প্রত্যেকটা ঘরে পৌঁছে যাব।
https://www.kaabait.com