• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

রশিদ খান প্রথম টেস্টে থাকবেন না

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে  টেস্ট দিয়ে সাদা পোশাকে মাঠে ফেরার কথা থাকলেও প্রথম টেস্টে খেলা হচ্ছে না রশিদের। পরবর্তীতে আফগানদের স্কোয়াডে যুক্ত হয়েছেন এএম গাজানফার। ২০২১ সালে সর্বশেষ আফগানদের হয়ে টেস্ট খেলেছেন রশিদ। চোট ও বিশ্রামের কারণে এরপর থেকে আর টেস্টে খেলা হয়নি তার। মেডিকেল বিভাগের পরামর্শে লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলা নিয়ে শঙ্কা থাকলেও ১৮ সদস্যের দলে ছিলেন রশিদ। ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে থাকছেন না রশিদ। তবে দ্বিতীয় টেস্টে খেলবেন এই তারকা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। এরপর এএম গাজানফারকে দলে যুক্ত করার ঘোষণা দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের হয়ে ১১টি ওয়ানডে খেলেছেন এই স্পিনার। ১৩.৫৭ গড়ে শিকার করেছেন ২১ উইকেট। এখনো টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক না হলেও আইপিএলে খেলেছেন গাজানফার। এক বিবৃতিতে এসিবি জানিয়েছে, ‘আফগানিস্তান জাতীয় দলের প্রতিভাবান স্লো বোলার এএম গাজানফারকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্টের জন্য দলে যুক্ত করা হয়েছে।’ রশিদ খেলতে না পারলেও হাশমতউল্লাহ শহীদির নেতৃত্বে বেশ শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে আফগানিস্তান। দলে আছেন সেদিকুল্লাহ আতাল, ইসমত আলমর মতো তরুণরা, পাশাপাশি বাহির শাহ, আজমতউল্লাহ ওমরজাই, রহমত শাহর মতো পরীক্ষিতরা দলকে শক্তিশালী করবেন। আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। এরপর আগামী ২ জানুয়ারি দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com