অন্তর্বর্তী সরকারেরপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসআসন্নরমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিকরাখার জন্য মাঠপর্যায়েরকর্মকর্তাদেরকাজকরারনির্দেশ দিয়েছেন। গতকাল সোমবারপ্রধান উপদেষ্টারকার্যালয় থেকে এক ভিডিওকনফারেন্সেরমাধ্যমে চারটিবিভাগের ৩১টি জেলারকর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। ভিডিওকনফারেন্সেতিনিকর্মকর্তাদেরনিজনিজএলাকায়আইনশৃঙ্খলা স্বাভাবিকরাখা, সা¤প্রদায়িকস¤প্রীতিবজায়রাখা, কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহএবংশিল্পএলাকায়শান্তিশৃঙ্খলানিশ্চিতকরার জন্য নিবিড়ভাবেকাজকরারনির্দেশ দেন। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটবিভাগেরকর্মকর্তারা এই ভিডিওকনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে ১৯ জন বিভাগীয়কমিশনার, পুলিশকমিশনার, রেঞ্জপুলিশপ্রধান, জেলাপ্রশাসক ও পুলিশসুপারপর্যায়েরকর্মকর্তা বক্তব্য রাখেন। কনফারেন্সেরসমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টাপ্রফেসরমুহাম্মদ ইউনূসবলেন, কর্মকর্তাদের বক্তব্য ও মতামতআগামীদিনে সরকারকেসিদ্ধান্তগ্রহণেসহায়তাকরবে। তিনিবলেন, এটাআমার জন্য প্রথমসুযোগছিলআপনাদের সঙ্গে কথাবলার। অনেককিছুশিখলাম, অনেকবিষয়েনিজেকেঅবহিতকরলাম। এটাআমাদেরকাজেসহায়কহবে। ড. ইউনুসবলেন, ‘সামনেইরমজানআসছে, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যেরদিকেআপনারাবিশেষভাবেনজররাখবেন। শুধু দ্রব্যমূল্য নয়, জিনিসপত্রআনা-নেওয়াআরওকীভাবেসহজকরাযায় সে বিষয়েওকাজকরবেন। তিনিবলেন, সংস্কারের লক্ষ্যে সরকার যে ১৫টি কমিশনগঠনকরেছে, তারমধ্যে বেশকয়েকটিকমিশন খুব শিগগিরইতাদেরপ্রতিবেদন দেবে। এসবপ্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাশুরুহবে, নাগরিকদের সঙ্গেও আলোচনাহবে। এর মধ্যে দিয়ে দেশে নির্বাচনেরএকটিআবহও তৈরিহবে। রিপোর্টেরপ্রতিক্রিয়া কী হবে সে বিষয়েসচেতন থাকার জন্য মাঠপ্রশাসনেরকর্মকর্তাদেরনির্দেশ দেন প্রধান উপদেষ্টা, যাতেকরেশান্তিপূর্ণভাবেসংস্কারেরকাজসম্পন্নকরাযায়। তিনিবলেন, সরকারেরকার্যক্রমে মানুষ যেনবুঝতেপারেপরিবর্তনহয়েছে। ড. ইউনূসবলেন, ‘মাঠপর্যায়েরপ্রশাসনইআসলসরকার। অন্তর্বর্তী সরকারসবারঅধিকারনিশ্চিতকরতেকাজকরেযাচ্ছে। তাইমাঠপর্যায়েবিভিন্নপ্রকল্পনির্ধারিতসময়েরমধ্যে সম্পন্নকরার জন্য সংশ্লিষ্টদেরমনোযোগীহতেহবে। পুলিশেরমধ্যে যারাঅপরাধীঅবশ্যইতাদেরবিচারনিশ্চিতকরাহবেবলেজানিয়েছেনপ্রধান উপদেষ্টা। তিনিবলেন, তাদেরকেচব্বিশেরঅভ্যুত্থানের চেতনাধারণকরেইকাজকরতেহবে। নতুনশিক্ষাবর্ষেরশুরুতেইশিক্ষার্থীদেরমধ্যে শৃঙ্খলাবদ্ধভাবেবইবিতরণেরনির্দেশনাদিয়েপ্রধান উপদেষ্টাবলেন, ‘মানুষ কী পরিবর্তনচায়? শান্তিশৃঙ্খলা, মানবাধিকারচায়মানুষ। আমরাসবারঅধিকারনিশ্চিতকরতেচাই। আমরা এক পরিবারহতেচাই। অনুষ্ঠানটিসঞ্চালনাকরেনমন্ত্রীপরিষদ সচিব শেখআব্দুররশিদ। তিনিজানান, শিগগিরইপ্রধান উপদেষ্টাবাকিচারবিভাগের ৩৩টি জেলারকর্মকর্তাদের সঙ্গে একই ধরনেরভিডিওকনফারেন্সে যোগ দেবেন।
https://www.kaabait.com