রাঙ্গামাটির লংগদু কিচিংছড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোলাগুলিতে চুক্তি বিরোধী আঞ্চলিক দল ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে এম-৪ একটি রাইফেল, ১২টি মোবাইল, সেনাবাহিনীর নকল ৩টি ইউনির্ফম ও এনআইডি কার্ড ২টি, ৫টি ব্যাগ ও কম্বল ১০টি এবং বিভিন্ন প্রকারের নথি সামগ্রী উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারী) ভোর ৫টায় রাঙ্গামাটির লংগদু সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অধীন কিচিংছড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় গোলাগুলিতে একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর পোষাক পরিহিত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
https://www.kaabait.com