• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

যে চশমার মাধ্যমে করা যাবে ভিডিও কল

প্রতিনিধি: / ৮৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আইটি: অ্যাপল মিউজিক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য রে-ব্যান স্মার্ট রোদচশমায় নতুন হালনাগাদ এনেছে মেটা। নতুন এই হালনাগাদের ফলে মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার থেকে ভিডিও কল করা যাবে। এ ছাড়া অ্যাপল মিউজিকে গান শোনা যাবে আরও সহজে। আগে রে-ব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করে ছবি তুলে বা ভিডিও করে তা অন্যান্যের পাঠানো যেত। তবে সরাসরি ভিডিও কল করার সুযোগ ছিল না। এবার এতে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করে সরাসরি অন্যান্যের ভিডিও কল করার সুবিধা যুক্ত হলো। কোনো কল করার সময় রোদচশমায় দুইবার (ডবল) ট্যাপ করে ভিডিও কল শুরু করা যাবে। এমনকি মেটা ভিউ অ্যাপে হোয়াটসঅ্যাপ না থাকলেও এ সুবিধা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ভিডিও কল করার সুবিধা ছাড়া রে-ব্যানে মেটার ভয়েস অ্যাসিসট্যান্ট ব্যবহার করে নির্দিষ্ট গান, প্লে লিস্ট, অ্যালবাম, শিল্পীর গান বা যেকোনো ধারার গান চালু করা যাবে। নতুন এসব সুবিধা ব্যবহারের জন্য মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা হালনাগাদ করে নিতে হবে। এরপর ফোনের সঙ্গে যুক্ত করে মেটা ভিউ অ্যাপে প্রবেশ করে সেটিংসে গিয়ে হালনাগাদ করা যাবে। মেটা ও রে-ব্যান স্টোরিজ প্রথম ২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্মার্ট রোদচশমা বাজারে আনে। তখন যন্ত্রটির দাম ধরা হয় ২৯৯ মার্কিন ডলার। প্রথম স্মার্ট রোদচশমা দিয়ে ব্যবহারকারী ছবি তুলতে, গান শুনতে এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করতে পারেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com