• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১:০৮
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

যেভাবে গুগল ট্রান্সলেটরে মুখের কথা অন্য ভাষায় অনুবাদ করবেন

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪

আইটি: ভাষা হলো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এটি আমাদের ভাবনা, অনুভ‚তি, জ্ঞান ও ধারণা প্রকাশ করার একটি উপায়। এটি আমাদের সমাজের সঙ্গে যোগাযোগ করার একটি সেতু তৈরি করে। সম্পূর্ণ মানব সভ্যতা ভাষার ওপর নির্ভরশীল। সেই ভাষাই যদি বুঝে উঠতে বেগ পেতে হয়, তাহলে তো কথাই নেই। যেন একেবারে গলদঘর্ম অবস্থা। এমন অবস্থার উদ্রেক হয় যে অস্ট্রেলিয়ান কেউ “কাম বললে বাংলায় তা “খাম” বলে মনে হয়। এছাড়াও বেশ কিছু সমস্যা তো রয়েছেই। যেমন- সম্পর্ক বিঘিœত হওয়া, তথ্য বিকৃতি, মানসিক স্তব্ধতা ও বিপদ সৃষ্টি, সমাধান ও সহযোগিতা প্রদানে বাধা প্রভৃতি। এ ক্ষেত্রে আমাদের সমস্যার সমাধান করার জন্য প্রযুক্তির অগণিত বিকল্প রয়েছে। একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেটর একটি অসাধারণ প্রযুক্তি। এটি বিশ্বের বিভিন্ন ভাষায় মুখের কথা অনুবাদ করতে সহায়তা করে। এখন আমরা দেখব কিভাবে গুগল ট্রান্সলেটরে মুখের কথা অন্য ভাষায় যেভাবে অনুবাদ করবেন। গুগল ট্রান্সলেটর অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বা দিকের বক্সে যে ভাষা থেকে অনুবাদ করতে হবে তা নির্ধারণ করতে হবে। ডানের বক্সে যে ভাষায় অনুবাদ করতে হবে তা নির্বাচন করতে হবে। বা দিকে এন্টার টেক্সটের নিচে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করুন। কাক্সিক্ষত বাক্য উচ্চারণ করতে হবে বা অডিও থাকলে তা চালু করতে হবে। এরপর যে ভয়েস ইনপুট দেওয়া হয়েছে, সেটি কাক্সিক্ষত ভাষায় অনূদিত হয়ে ডান দিকের বক্সে প্রদর্শিত হবে।গুগল ট্রান্সলেটর ব্যবহার করে সাধারণত এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করেন ব্যবহারকারীরা। তবে কখনো কখনো লিখিত বাক্য ছাড়াও মুখের কথা অন্য ভাষায় অনুবাদ করার প্রয়োজন পড়ে। গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ব্যবহারকারীরা এক ভাষায় বলা কথা অন্য ভাষায় অনুবাদ করার সুযোগ পেয়ে থাকেন। এজন্য গুগল ট্রান্সলেটরের ভয়েস টেক্সট ট্রান্সলেশন-সুবিধা ব্যবহার করতে হয়। এমনকি অনেকে এভাবে অডিও ফাইলের ট্রান্সক্রাইব বা লিখিত প্রতিলিপি তৈরি করে থাকেন। গুগল ট্রান্সলেটর একটি অসাধারণ প্রযুক্তি যা আমাদের সমস্যার সমাধান করে। এটি মুখের কথা অনুবাদ করে এবং আমাদের বিশ্বের বিভিন্ন ভাষা বুঝতে সহায়তা করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com