আইটি: টুইটার কিনে নেওয়ার পর থেকেই ইলন মাস্ক একের পর এক পরিবর্তন আনছেন জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে, যার ফলে শুরু হয়েছে নানামুখী বিতর্ক। এমন পরিবর্তন আসছে প্ল্যাটফর্মটির ব্লক ফিচারে। ব্যবহারকারী যাদের ব্লক করেছেন, এবার তাদেরও পোস্ট দেখার সুযোগ করে দেবে এক্স। এক্সের এক পোস্টে ইলন মাস্ক এমনই ইঙ্গিত দিয়েছেন। এখন জেনে নিন কিভাবে নিজের এক্স অ্যাকাউন্ট ডিলিট করবেন। সে বিষয়ে একটি প্রতিবেদন লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট।
ফোন থেকে
সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই ফোন থেকে এক্স অ্যাকাউন্ট ডিলিট করা যাবে।
১. অ্যাপ থেকে এক্স অ্যাকাউন্টে সাইন ইন করে প্রোফাইলে আইকনে চাপুন।
২. সাইড মেনু থেকে নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড সাপোর্ট’ অপশনে চাপুন। এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি বেছে নিন।
৩. ‘ইয়োর অ্যাকাউন্ট’ অপশন বেছে নিন, এরপর ‘ডিঅ্যাকটিভেট ইয়োর অ্যাকাউন্ট’ অপশনে চাপুন।
৪. ‘ডিঅ্যাকটিভেট’ অপশনে চাপুন।
৫. এবারে অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে হবে। এরপর আবার ডিঅ্যাকটিভেট অপশনে চেপে নিশ্চিত করতে হবে। কেউ সিদ্ধান্ত বদলে ফেললে ডিঅ্যাক্টিভেট করার পর ৩০ দিন পর্যন্ত সুযোগ থাকবে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার। প্রশ্ন উঠতে পারে, ডিঅ্যাকটিভেট করা আর ডিলিট করা তো এক জিনিস নয়। তবে? এক্স অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে ডিঅ্যাকটিভেট করার ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্টে লগইন না করলে স্বয়ংক্রিয়ভাবেই ডিলিট হয়ে যাবে। ৩০ দিন পর অ্যকাউন্ট এক্স-এর সিস্টেম থেকে মুছে যাবে এবং ইউজারনেইমও আর ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে না।
কম্পিউটার থেকে
১. ব্রাউজার থেকে এক্স ওয়েবসাইটে যান ও অ্যাকাউন্টে লগইন করুন।
২. বাম পাশের মেনু থেকে ‘মোর’ অপশনে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যান।
৩. অ্যাকাউন্ট সেকশনের নিচে ‘ডিঅ্যাকটিভেট ইয়োর অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন।
৪. আবারও ‘ডিঅ্যাকটিভেট’ অপশনে চাপুন।
৫. এবারে অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে হবে। এরপর আরেকবার ডিঅ্যাকটিভেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে নিশ্চিত করতে হবে। ৩০ দিন পর অ্যাকাউন্ট নিজে থেকে মুছে যাবে। এর মধ্যে কেউ মন পরিবর্তন করলে কেবল অ্যকাউন্টে সাইন ইন করলেই অ্যাকাউন্ট ফিরে পাবেন।
https://www.kaabait.com