বিদেশ : হামাস এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ নেতার হত্যাকাÐের পর মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। তাইমধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র। এরইমধ্যে একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। গত রোববার সন্ধ্যায় এ নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। অস্টিন এবং ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে টেলিফোনে আলোচনার পরই এই পদক্ষেপ নেয়া হয়। গতকাল সোমবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লয়েড অস্টিন জানান, ইরানের যেকোনো আক্রমণ থেকে ইসরাইলকে রক্ষা করতে সংকল্পবদ্ধ যুক্তরাষ্ট্র। ইরানের সব রকম হামলা থেকে মিত্র ইসরাইলকে সহায়তা করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তেহরানে ৩১ জুলাই হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইরান কীভাবে এবং কখন প্রতিক্রিয়া জানাতে পারে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান অস্টিন। এদিকে গত রোববার এক বিবৃতিতে পেন্টাগনও জানিয়েছে, অস্টিন মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছেন। এতে আরও বলা হয়, এফ-৩৫সি যুদ্ধবিমান বহনকারী ইউএসএস আব্রাহাম লিংকন রণতরীও সেখানে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ইরান কী পরিকল্পনা করতে পারে তা এখনও স্পষ্ট নয়।
https://www.kaabait.com