স্পোর্টস: কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার। সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনে এদিন ঘোষণা হবে বর্ষসেরা (২০২৩) ক্রীড়াবিদের নাম। এবার তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিকেটার নাজমুল হোসেন, অ্যাথলেট ইমরানুর রহমান ও ফুটবলার রাকিব হোসেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) পক্ষ থেকে বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত এই তিনজনের নামসহ বিভিন্ন খেলার সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। নাজমুল, ইমরান ও রাকিব যথাক্রমে বর্ষসেরা ক্রিকেটার, অ্যাথলেট ও ফুটবলারের পুরস্কারও জিতেছেন। নাজমুল, ইমরান আছেন সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডেরও লড়াইয়ে। এই দুজনের সঙ্গে আছেন ফুটবলার শেখ মোরসালিন ও নারী ক্রিকেটার ফারজানা হক। ফারজানা বর্ষসেরা নারী ক্রিকেটারও হয়েছেন। মোরসালিন পাচ্ছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এ ছাড়া সেরা বক্সার সেলিম হোসেন, সেরা শ্যুটার কামরুন নাহার কলি ও সেরা টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিয়ন বম। এর বাইরে বর্ষসেরা দল অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বর্ষসেরা কোচ আলফাজ আহমেদ, বিশেষ সম্মাননা মনজুর হোসেন মালু, তৃণমূল সংগঠক মোয়াজ্জেম হোসেন ও সেরা সংগঠক হিসেবে পুরস্কার নেবেন কাবাডির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
https://www.kaabait.com