• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:০২

ম্যাখোঁ কি মেনে নেবেন ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগ ?

প্রতিনিধি: / ৯৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল পদত্যাগ করতে এলিসি প্যালেসে পৌঁছেছেন। সোমবার সকালে আটালের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর কার্যালয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে বিবিসি। ফরাসি মিডিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাখোঁ পদত্যাগ গ্রহণ করবেন নাকি প্রত্যাখ্যান করবেন তা স্পষ্ট নয়। এর আগে প্রধানমন্ত্রী আটাল জানান, তার দল সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় তিনি ম্যাখোঁর কাছে তার পদত্যাগের প্রস্তাব দেবেন। যদি তার পদত্যাগপত্র গ্রহণ করা না হয় তবে যত দিন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রয়োজন হবে তিনি কাজ চালিয়ে যাবেন। আর মাত্র তিন সপ্তাহ পরেই দেশটিতে প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যেই দেশটিতে দ্বিতীয় দফার ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। এবার পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে অপ্রত্যাশিত জয় পেয়েছে বামপন্থীরা। বিপরীতে প্রথম ধাপে এগিয়ে থাকা কট্টর ডানপন্থী নেতা মেরি ল পেনের দল ন্যাশনাল র্যালি (আরএন) অনেকটাই পিছিয়ে। আনুষ্ঠানিক ফল ঘোষণায় দেখা গেছে, বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) নির্বাচনে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট ম্যাখোঁর মধ্যপন্থী জোট এনসেম্বল দ্বিতীয় হয়েছে। আর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) অবস্থান তৃতীয়। বিবিসির তথ্যমতে, দেশটির ৫৭৭ আসনের মধ্যে পার্লামেন্টে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট ১৮২টি আসন পেয়েছে, ক্ষমতাসীন ম্যাখোঁর উদারপন্থী দল পেয়েছে ১৬৮টি আসন। আর পেরি ল পেনের ন্যাশনাল র্যালি দল পেয়েছে ১৪৩টি আসন। তবে তিন পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৫৭৭ আসনের ফরাসি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৮৯টি আসন। সে ক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যান্যের সমর্থন নিতে হবে। তাতে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি। এ ছাড়া কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা শুরু হবে। কারণ দেশটিতে তিন দলের একসঙ্গে কাজ করার পূর্ব কোন ইতিহাস নেই। গত ৩০ জুন দেশটিতে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com