• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৫
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

মোহামেডানের সঙ্গী কে হচ্ছে ?

প্রতিনিধি: / ৭৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪

স্পোর্টস: এই মৌসুমে আবাহনী লিমিটেড এখন পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি। বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুললেও তাদের সুযোগ রয়েছে ফেডারেশন কাপে ট্রফি জেতার। আজ মঙ্গলবার সেমিফাইনালে কিংসের মুখোমুখি হতে যাচ্ছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। জিততে পারলে ২১ মে মোহামেডানের বিপক্ষে ফাইনালে খেলবে। ফাইনালে ওঠা যে বেশ কঠিন তা সা¤প্রতিক পারফরম্যান্স দেখলেই পরিষ্কার। কিংস তিন ম্যাচ আগেই লিগে শিরোপা উৎসব করেছে। সেখানে আবাহনীর অবস্থান ছিল তৃতীয়। এ ছাড়া লিগে লড়াই করলেও জীবন-হৃদয়রা হার এড়াতে পারেনি। কাল অবশ্য মাঠে লড়াই করে ঘুরে দাঁড়াতে চায় একসময়ের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল। দলের অন্যতম মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়বলেছেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামবো। শেষ সময় পর্যন্ত একই তাল লয়ে খেলতে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আশা করছি সবাই নিজেদের সেরাটা দিতে পারবে।’ দলের ম্যানেজার কাজী নজরুল ইসলামও আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমরা লিগ কিংবা স্বাধীনতা কাপ পাইনি। ফেডারেশন কাপে সম্ভাবনা আছে। কাল যদি সবাই ভালো খেলতে পারে তাহলে হয়তো ফাইনালে যেতে পারবো। তবে কিংস ভালো দল। তাদের বিপক্ষে লড়াইটা জমজমাট হবে।’ ময়মনসিংহে বসুন্ধরা কিংসও পুরোপুরি উৎসব করেনি। তাদের মগজে ফেডারেশন কাপের সেমিফাইনাল। বিশেষ করে আবাহনীর বিপক্ষে লড়াই অনেকটাই চিরপ্রতিদ্ব›দ্বীর মতো। তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রæজন তাই বলেছেন, ‘এখনই আনন্দ নয়। আমাদের সামনে সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আবাহনী ভালো দল। তাদের বিপক্ষে খেলতে হবে। দলের সবাইকে প্রস্তুতি নিতে হবে। তবে আমরা মৌসুমে ট্রেবল জিততে চাই। সেই লক্ষ্যে সবাই খেলবে।’ ডিফেন্ডার তপু বর্মণও আশাবাদী কণ্ঠেও বলেছেন, ‘ট্রেবল জিততে হলে সেমিফাইনালে আবাহনীকে হারাতে হবে। সবাই এখন সেই ম্যাচের প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা এই মৌসুমে তিনটি ট্রফি জিতে উৎসব করতে চাই।’ কিংসের বিপক্ষে এবার লিগে আবাহনী দারুণ লড়াই করেছিল। তাই এবারও কর্নেলিয়াস-ওয়াশিংটনদের বিপক্ষে রবিনিয়ো-মিগেলদের আরও একটা জম্পেস লড়াই দেখার অপেক্ষা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com