• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৪

মোল্লাহাটে পরিবহন কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রতিনিধি: / ৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

জেলা প্রতিনিধি,বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ড ভ্যান ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে রাহাত হোসেন (৩১) নামে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় পরিবহনের চালক, হেলপার ও কাভার্ড ভ্যানের হেলপার আহত। মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত (৩১) ঢাকা জেলার পল্লবী এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান শেখ চানু এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান এর সঙ্গে খুলনা থেকে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া পরিবহন এর মুখোমুখি সংঘর্ষ হলে কাভার্ড ভ্যান চালক মো. রাহাত গুরুত্বর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুত্বর আহত অবস্থায় ওই চালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান শেখ চানু জানান, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে । আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানানতিনি । অপর দিকে দুর্ঘটনায় কবলিত কাভার্ড ভ্যান ও পরিহনটি জব্দ করেছে পুলিশ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com