• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২

মোরেলগঞ্জ ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

প্রতিনিধি: / ৩৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ জুন, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১ টার দিকে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম বদিউজ্জামান সোহাগ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। জাহিদ ইসলাম ফাউন্ডেশন এ খাদ্য সহায়তা বিতরণের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গ্রীস প্রবাসি মো. জাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।
 অন্যান্যের মধ্যে আলোচনা করেন শফিকুর রহমান লাল, জেলা পরিষদ সদস্য এম. এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, গ্রীস প্রবাসি সাব্বির আহমেদ ও হাফেজ আব্দুল্লাহ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com