• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৩

মোরেলগঞ্জ গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার, স্থানীয়দের সন্দেহ হত্যা

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ মে, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মজিবর রহমান হাওলাদার(৭৫) নামে এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো ও অর্ধ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে পুলিশ ওই বৃদ্ধের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ঢুলিগাতি গ্রামের জনৈক জিয়াউর রহমানের বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করে। সে ওই গ্রামের মোবারক আলী হাওলাদারের ছেলে। আগেরদিন মঙ্গলবার সন্ধা সাড়ে ৬ টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ ছিলো বলে তার ছেলে জাহিদুল ইসলাম জানিয়েছেন।

ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আক্তার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবর রহমান পশ্চিম ঢুলিগাতী জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। নিজ বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে গাছের সাথে তার নিজের লুংগি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। গাছের সাথে গলায় ফাঁস লাগানো থাকলেও মজিবর রহমানকে হাটুতে ভর করা অবস্থায়(অর্ধ ঝুলন্ত) পাওয়া গেছে। তার গোপনাঙ্গ ও পায়ের নখ থেকে রক্ত ঝরছিলো। এ বিষয়ে মজিবর রহমানের পরিবারের সদস্যরা কিছু বলতে রাজি হননি। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মজিবর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতাল পাঠানোর প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com