• মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪

মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে লিয়াকত, রাসেল, আজমিন প্যানেল বিজয়ী

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ জুন, ২০২৪

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে লিয়াকত আলী খান চেয়ারম্যান , রাসেল হাওলাদার ভাইস চেয়ারম্যান ও আজমিন নাহার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রবিবার শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতিকের আলহাজ্ব মো: লিয়াকত আলী খান পেয়েছেন ৩৮৩৯৯ ভোট,  চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে রাসেল হাওলাদার পেয়েছেন ৪৫৭৮৭ ভোট, কলস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজমিন নাহার পেয়েছেন ৪১৫৩৪ ভোট। চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মোজাম্মেল হক মোজাম পেয়েছেন ২৬৭২৯ ভোট, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের এনামুল হক রিপন ১৮০৯৭ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের হোসনে আরা হাসি পেয়েছেন ১৩০৭৩ ভোট ও অপর প্রার্থী ফুটবল প্রতীকের ফাহিমা ছাবুল পেয়েছেন ৮৬৩৮ ভোট।
মোরেলগঞ্জ উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৩১২ জন, মহিলা ১ লাখ ২৭ হাজার ৯৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন। ভোট প্রদানের শতকরা  হার ২৬ ভাগ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com