এম. পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার সকালে ঝাটকা আহরন থেকে বিরতকারী ৩ হাজার ৩শ’ ৩০ জন জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতারণ করা হয়েছে।
মোরেলগঞ্জের নিশানবাড়ীয়া ইউনিয়নে ৩৫০ জন, খাউলিয়া ইউনিয়নে ৫১৯ জন ও পুটিখালী ইউনিয়নে ২০৫ জন সুভিধাভোগী জেলে পরিবারের মাঝে মাসে ৪০ কেজি হারে ২ মাসের ৮০ কেজি চাল আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করেন যথাক্রমে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান, পুটিখালী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক শেখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, মো. সামছুর রহমান, রিয়াজুল ইসলাম মিয়া ও নিলয় মিস্ত্রী। ইউপি সচিব মো. হাবিবুর রহমান, অশোক কুমার ও মো. সালাউদ্দিন। ইউপি সদস্য মো. মশিউর রহমান, মো. কামরুজ্জামান, মো. নাছির শেখ, বিটুল বিশ্বাস, ইউপি সদস্য মো. হাসান, খাউলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আল আমিন শেখ রিপন, মস্যজীবি লীগ নেতা মো. রিয়াজুল ইসলাম,নাছিমা বেগম, মোস্তাফিজুর রহমান বাবুল, আবু তাহের মিনা, ইউপি সদস্য রফিকুল ইসলাম চুন্নু, খালিদ হাসান রনি, হালিমা বেগমসহ স্থানীয় বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।
এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, এ উপজেলায় ঝাটকা আহরনে বিরত ৩ হাজার ৩শ ৩০ জন সুভিধাভোগী জেলেরা খাদ্য সহয়তার চাল পাচ্ছেন। গত ৩/৪ দিন ধরে উপজেলা ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় এ চাল বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়াও সমূদ্রগামী মাছধরা ২ হাজার ৯শ ১৮ জন জেলে পরিবারের বরাদ্দকৃত ৫৬ কেজি চাল দুই এক দিনের মধ্যে বিতরণ করা হবে।
https://www.kaabait.com