• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:১৪

মোরেলগঞ্জে স্কাউটস এর কমিশনার মানজার, সম্পাদক লুৎফর

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্কাউটস্ এর কমিটি গঠন করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে অনুষ্ঠিত ত্রৈ-বার্ষিক কাউন্সিলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও জেলা স্কাউটস্ এর সাবেক কমিশনার মো. আসাদুল কবির।

কাউন্সিলে পরবর্তী ৩ বছরের জন্য কমিশনার নির্বাচিত হয়েছেন এসপি রাশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাসনিম আলম মানজার ও সম্পাদক নির্বাচিত হয়েছেন বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি মো. কামরুল আহসান, মো. ইউনুস আলী আকন ও আব্দুল আলীম হাওলাদার। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দারুল কোরআন ফজলুল করিম দাখিল মাদরাসার সুপার মো. বেল্লাল হোসেন।

ত্রৈ-বার্ষিক কাউন্সিলে ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরের ১২৫টি ও ৩টি মুক্ত দলের ৮৭৪ জন কাউন্সিলরের মধ্যে ৭০৮ জন কাউন্সিলর কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com