এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে তরুণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরকারি সিরাজ উদ্দিন মোমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুদারের অকাল মৃত্যুতে তরুণ যুব সংঘের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তরুণ সংঘ ক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। তরুণ সংঘ ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আজমিন নাহার, ইউপি সদস্য মো. সাহাবউদ্দিন শিকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন শিকদার, মোরেলগঞ্জ বিএনপি নেতা মো. ফরিদুল ইসলাম শিকদার, প্রয়াত আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন তালুকদারের ছেলে এ্যাড. মাহমুদুল হাসান শুভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রুপম, ইউপি সদস্য মোঃ কামাল হোসেন, ছাত্রলীগ নেতা মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর তরুণ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা হাফেজ মো. ইউনুস আলী শেখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা শাহবুদ্দিন তালুকদারের মৃত্যুতে কর্মময় জীবনে তিনি নিঃসন্ধেহে একজন পরোপকারী ও সমাজ সেবক ছিলেন। অন্যদিকে তিনি একজন দক্ষ রাজনীতিবীদ ও জনপ্রতিনিধি। মোরেলগঞ্জ সদর ইউনিয়নে দুই বারের নির্বাচিত চেয়ারম্যান হয়ে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাগেরহাট জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
https://www.kaabait.com