এম. পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক মোরেলগঞ্জ : প্রলংকারি ঘূর্ণিঝড় রেমালে সর্বস্ব হারিয়ে পথে বসেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তিনটি পরিবার। হতাশা আর অনাহার অর্ধহারে দিন কাটাচ্ছে এ পরিবার ৩টি। নুন আনতে পানতা ফুরায় এ পরিবার ৩টির ভবিষ্যত নিয়ে এখন অনিশ্চতায় ভুগছে।
উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের আব্দুল গনি জীবন জীবিকার প্রয়োজনে বসুন্ধারা গ্রুপসহ ৭ টি কোম্পানির বিভিন্ন মালামালের ডিলার হিসেবে কাজ করে আসছে। এসব মালামাল সংরক্ষনের জন্য উপজেলা প্রশাসন চত্বরে একাধিক গুদাম ঘর ভাড়া নেয়। সেখানে এসব কোম্পানীর বসুন্ধারা পেপার, টয়লেট্রিজ, কয়েল, মেহেদী, সাবান, টিস্যু, এলিট ক্রিমসহ বিভিন্ন মালামাল সংরক্ষণ করা হয়। গত ঘূর্ণিঝড় রেমালের ৮ ফুট উচ্চতায় প্রবাহিত জোয়ারের পানি গুদামে ঢুকে প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে যা। যার কারনে তিনি এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পরিবার পরিজন নিয়ে। ডিলার গোলাম রাব্বি বলেন, কোম্পানির বিভিন্ন মালামাল ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে গেছে। ভিজে যাওয়া মালামালের বিষয়ে কোম্পানি সহযোগীতা করলে আমি পরিবার নিয়ে কোন মতে বেঁচে থাকতে পারব। না হয় ব্যবসা ছেড়ে দিতে হবে।
অপরদিকে মোরেলগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক ইউপি সদস্য কাজী জাকির হোসেন বাচ্চুর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কাজী মোতালেব টের্ডাসের মালামাল সিমেন্ট, ইট, খোয়া রেমালের প্রবল জোয়ারের তোড়ে ভেসে গেছে। ভিজে নষ্ট হয়েছে প্রায় ২শ’ ব্যাগ সিমেন্ট। এতে পানগুছি নদীর অববাহিকায় অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে।
সাবেক ইউপি সদস্য কাজী মোতালেব ট্রেডাসের পরিচালক কাজী জাকির হোসেন বাচ্চু বলেন, আমি একজন মধ্যবিত্ত ব্যবসায়ী, ঘূর্ণিঝড়ে ভিজে গেছে সিমেন্ট, ইট, খোয়া নদীর কবলে ভেসে গেছে। স্থানীয় প্রশাসন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন ক্ষতিপূরণ পেয়ে ব্যবসা শুরু করতে পারি।
এ ছাড়াও বারইখালী ইউনিয়নের জুনায়েদ পল্ট্রি ফার্মের ২টি ঘর সম্পূর্ণ বিধস্ত হয়ে প্রায় ৩ হাজার মুরগী মারা গেছে। জুনায়েদ পল্ট্রি ফার্মের মালিক মো. রাইসুল ইসলাম রাসেল জোমাদ্দার বলেন, ঘূর্ণিঝড়ে আমার পল্ট্রি ফার্মের দুটি ঘর বিধস্ত হয়ে মুরগী মারা গেছে। আমি এখন পথে বসেছি। কেড়ে নিয়েছে প্রায় ৩ হাজার মুরগী এখন মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে পুনরায় পল্ট্রি ব্যবসা শুরু করে কোনমতে ছেলে মেয়েদের নিয়ে জীবন যাপন করতে পারি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
https://www.kaabait.com