জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণ নাশক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৪০ বিঘার একটি মৎস্য ঘের দখলের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার
মোরেলগঞ্জ সেনা ক্যাম্প বরাবরে অভিযোগ দায়ের করেন উত্তর সুতালড়ী গ্রামের মৃত-নুরুল ইসলামের ছেলে মোঃ মহিদুল ইসলাম।
অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার উত্তর সুতালড়ী মৌজায় পৈত্রিক সম্পত্তি সহ ৪০ বিঘার এ মৎস্য ঘেরটি ১৩ আগষ্ট বেলা ১১টার দিকে একই এলাকার মোঃ মজিবর হাওলাদারের ছেলে মোঃ আলী আজিম হাওলাদার নেতৃত্বে বিবাদীরা দেশীয় ও প্রাণ নাশক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার মৎস্য ঘেরটি জবর দখল করে মৎস্য ঘেরে থাকা বিভিন্ন ধরনের মাছ লুটপাট করে নিয়ে যায়। এত আমার প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নিয়মিত হাড়ির টাকা পরিশোধ করে ৩০ বছর যাবত ধান চাষ সহ বিভিন্ন প্রকার মাছের চাষ করে আসতেছেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ আলী আজিম হাওলাদারের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
https://www.kaabait.com