• বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩

মোরেলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও এস এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রতিনিধি: / ২৯১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ।

এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আকবর আলী হাওলাদার। বক্তব্য রাখেন, খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ হাফিজ খান, ইউপি সদস্য মোঃ মশিউর রহমান, এ আর খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অসীম কুমার মল্লিক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, মোঃ ফিরোজ হোসেন প্রমুখ।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বিদায় শব্দটি সত্যি খুব কষ্টের। আর তাই তোমাদের সামনে দাড়িয়ে কথা বলতে ও আমাদের কষ্ট হচ্ছে। আর এই কষ্ট সেদিনেই শেষ হবে যেদিন শুনবো তোমারা প্রতিষ্ঠিত হয়েছো। তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে সুষ্ঠ ভাবে পরীক্ষায় অংশ নিবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতীর আগামীর ভবিষ্যৎ।

আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সন্ন্যাসী বাচার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা নুরুল ইসলাম বয়াতী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সমীর রঞ্জন হাওলাদার।#


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com