জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে আলম ফরাজি(৩৮) নামে মস্তিস্ক বিকৃত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) বেলা ২ টার দিকে পুলিশ তার মরদেহ হেফাজতে নেয়। আলম ফরাজিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে এমন সন্দেহে পুলিশ তার মা রহিমা বেগম(৬৫),ভাই বাদশা ফরাজি(৪৫) ও বোন রেক্সনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত আলম ফরাজি নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুর রব ফারাজির ছেলে। আলম ফরাজির স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমানসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নিহত আলম ফরাজির মা রহিমা বেগম বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মস্তিস্ক বিকৃতিজনিত রোগে ভূগছিল। পরিবারের সদস্যরা তাকে পায়ে সিকল দিয়ে বেঁধে রাখতো। রবিবার দিবাগত রাত ১ টার দিকে আলমকে ঘরের পিছনে একটি গাছের সাথে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছিলো। আজ বেলা সাড়ে ১০টার দিকে দেখি সে গাছের গোড়ায় বসে আছে। পরে দেখি সে মৃত। তার গলায় একটি দড়ি পেচানো ছিলো।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আলম ফরাজির মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। জ্ঞিাসাবাদের জন্য তার মা, ভাই ও বোনকে থানায় নেওয়া হয়েছে। লাশের পোষ্টমর্টেম করানো হবে।
https://www.kaabait.com