মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ সদ্য প্রায়াত মো. শাহাবুদ্দিন তালুকদারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার সকালে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা চৌদ্দঘর ফকিরবাড়ি দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার সাবেক সভাপতি প্রয়াত অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ও প্রয়াত মাদ্রাসার শিক্ষক মরহুম কারী সাখাওয়াত হোসেনের রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের বড় ভাই আলহাজ মো. শাহজাহান আলী তালুকদারের সভাপতিত্বে সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন মরহুমের একমাত্র ছেলে মাদ্রাসার বতর্মান সভাপতি আ্যডভোকেট মো. মাহমুদুল হাসান শুভ, মাদরাসার সুপার মাওলানা আ: হাই সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা মো. সোহরাব হোসেন পাহলান, চৌদ্দঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাসুদ তালুকদার, মাদ্রাসার শিক্ষক যথাক্রমে মো. আ. কাইয়ুম খান, মাওলানা মাহাবুবুবু রহমান, মো. সোয়েব ফকির, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জহির আহমেদ প্রমুখ। সভাশেষে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ও মাদ্রাসার শিক্ষক কারী সাখাওয়াত হোসেনের রুহের মাগফেরাত কামানায় দোয়া মোনাজাত করা হয়
https://www.kaabait.com