মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৭ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান আনুষ্ঠানিকভাবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন। সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা ও স্থানীয় শতাধিক ভূমি মালিক ও সেবা প্রার্থী এসময় উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এ ভূমিসেবা কর্মসূচিতে ‘সেবাবুথ’ এর মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর, মিসকেস, অর্পিত সম্পত্তি, বন্দোবস্ত নবায়নসহ ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান কার্যক্রমের চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে র্যালি ও ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্য বিষয়ের ওপর ভূমি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।