মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার লক্ষে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৫ টায় সোমাদ্দারখালী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -৪ আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খান আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি শেখ আব্দুল হালিম খোকন, বিএনপি নেতা গিয়াসউদ্দিন তালুকদার , উপজেলা বিএনপির আাহবায়ক শহিদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, ফারুক হোসেন সামাদ,এফএম শামীম আহসান, মহিউদ্দিন খান রিপন, শরনখোলা উপজেলা বিএনপি নেতা নাজমুন হাসান শিপন, মাসুম হোসেন কচি, জিয়াউল হাসান টুটুল, সমর মন্ডল, জাহিদ হোসেন জাহিদ, সাইফুল ইসলাম বনি, সাবেক ইউপি সদস্য প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা খান কামাল হোসেন খান ।
https://www.kaabait.com