• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২২

মোরেলগঞ্জে বাজেট বাস্তবায়ন ও মনিটারিং বিষয়ক সংলাপ অনুস্ঠিত

প্রতিনিধি: / ৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ জুন, ২০২৪

মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদে মোরেলগঞ্জে বাজেট বাস্তবায়ন ও মনিটারিং বিষয়ক  নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে স্হানীয়  একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

সভাপতিত্ব করেন সুশীল সমাজ দলের প্রতিনিধি মো. খলিলুর রহমান। জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদাভিত্তিক খাত তৈরি, বাজেট বৃদ্ধি, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক এ সংলাপে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ দলের প্রতিনিধি ও সিপিপি’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা করেন ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশ’র অর্থায়নে র্ডপ এর ইভল্প প্রকল্পের সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার ও চুমকি রায়।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার, মেম্বার মোস্তাফিজুর রহমান বাবুল, ইউনিয়ন পরিষদের সচিব মো. ফারুক হোসেন, কোডেক প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ও সাংবাদিক মইনুল ইসলাম,আবু সালেহ প্রমুখ

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com