• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫

মোরেলগঞ্জে বসতবাড়ির জমি দখল নিতে মারপিটে নারী আহত

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

এম. পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক মোরেলগঞ্জ :  বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়ির জমি দখলের পায়তারা মারপিটে দিনমজুর মো. মানিক হাওলাদারের স্ত্রী সেতারা বেগম (৬০)কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ মো. খালেক কাজী। এ বিষয়ে রবিবার দিনমজুরের স্ত্রী সেতারা বেগম বাদি হয়ে মো. খালেক কাজী, মো. আবজাল কাজীসহ ৬ জনের নাম উল্লেখ করে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশ্চিম বরিশাল গ্রামের দিনমজুর মো. মানিক হাওলাদারের ভাই মৃত. তোফাজ্জেল হোসেন হাওলাদার ১০ কাটা বিলান জমি বিক্রি করেছে প্রতিবেশী প্রভাবশালী মো. খালেক কাজীর কাছে। সে জমি ভোগ দখল করে আসছে। গত শনিবার ওই দিনমজুর পরিবার ভোগদখলীয় বসতবাড়ির মধ্যে ঘেরাবেড়া দেওয়ার সময় বিবাদী ৩/৪ জনের একটি সংঘবদ্ধ দল দিনমজুরের স্ত্রী সেতারা বেগমকে মারপিট করে অশ্লীন ভাষায় গালিগালাজ করে চলে যায়।

দিনমজুর মো. মানিক হাওলাদার ও স্ত্রী সেতারা বেগম বলেন, আমার ভাই ১০ কাটা বিলান জমি বিক্রি করে দিয়েছে। সে জমি ভোগ দখল করে আসছে খালেক কাজী। কিন্তু এখন বসতবাড়ির মধ্যে আরও জমি পাবে বলে আমাকে মারপিট করে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছে। বাড়ির মধ্যে কিছু গাছ বিক্রি করছি সে কাটা গাছগুলো নিতে দিচ্ছে না। আমরা স্বামী-স্ত্রী নিরাপত্তাহীনতায় ভূগতেছি। আমরা প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।
এ সর্ম্পকে মো. খালেক কাজী বলেন, আমি ওই বসতবাড়ির মধ্যে আরও ১০ কাটা জমি পাবো। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার এসআই মো. আবুল হাসান বলেন, উভয়কে নিয়ে বসা হয়েছিল। কিছু কাগজপত্র না থাকায় সমাধান হয়নি। তবে,  আশা করছি শ্রীঘই সমাধান হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com