মেজবাহ ফাহাদ-মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে এবার এসএসসির ফলাফলে অনন্য সাফল্য অর্জন করেছে উপজেলার ৯ নং বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে বাগেরহাট-শরনখোলা বগি আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়।এ বছর বিদ্যালয়টির ৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছেন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন শিক্ষার্থী। সবমিলিয়ে স্কুলটির পাশের হার শতভাগ ।
উপজেলার বলইবুনিয়া ইউনিয়নে ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ৫০ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিল। গত কয়েক বছর ধরে বিদ্যালয়টি এসএসসি পরীক্ষার ফলাফলের মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন। বর্তমানে এ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। তিনি সভাপতির দায়িত্ব গ্রহন করার পর থেকে বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আমুল পরিবর্তন হয়েছে, বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নও চোখের পড়ার মত।
ভালো ফলাফল অর্জনের ব্যাপারে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল বলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমার স্কুলের সভাপতি অত্র এলাকার সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ মহোদয়ের তত্ত্বাবধানে, শিক্ষকদের প্রচেষ্টা, এলাকাবাসীর সহযোগিতা ও শিক্ষার্থীদের পরিশ্রমের ফলে এত বড় অর্জন এসেছে। তিনি বলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আমাদের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত আন্তরিক প্রচেষ্টা এই ফলাফল অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে।
এ বছর বিদ্যালয়টি থেকে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫, ‘এ’, ২৮ জন ‘এ’ মাইনাস ১৬ জন এবং বাকি শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জন করেছে। আগামীতে এই বিদ্যালয়ের রেজাল্ট শতভাগের পাশাপাশি আরো ভালো হবে বলে আশা প্রকাশ করেন কর্মরত সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
https://www.kaabait.com