এম.পলাশ শরীফ: বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খানের পিতা বায়তুস সালাহ জামে মসজিদের সভাপতি, এসবি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও এসবি বহরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সদস্য প্রয়াত মো. হাসেম আলী খানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইফতারের পূর্বে বারইখালীর উত্তর সুতালড়ী নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আবুয়াল হোসেন হাওলাদার, আবুল বাশার খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী মো. হাসেম আলী খান বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। দোয়া পরিচালনা করেন বায়তুস সালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. সিদ্দিকুর রহমান।