মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটর মোরেলগঞ্জে একটি কাঠের পুল পারাপারের সময় ভেঙ্গে পড়ায় ওই পুলের ওপর থাকা ৫ জন নারী শ্রমিক খালে পড়ে আহত হয়েছেন। রবিবার বেলা ৮ টার দিকে জিউধরা গ্রামের মান্নান হাওলাদারের বাড়ির সামনের কাঠের পুলটি ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে। এসময় পুলের ওপর থাকা স্থানীয় সরকার বিভাগের রাস্তা মেরামতের কাজে নিযুক্ত ‘স্বপ্ন প্রকল্পের’ ৫ জন নারী শ্রমিক খালে পড়ে গুরুতর আহত হন।
আহতরা হচ্ছেন, সোমা রানী(৪২) স্বপ্না রানী(৩৮), ইতি রানী(৪০) কবিতা রানী(৪০) ও হাসি রানী(৩৮)। এদের মধ্যে গুরুতর আহত সোমা রানীকে মোংলা হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন দলনেতা পলি আক্তার বলেন, সকালে কাজের উদ্দেশে যাওয়া ৫ জন নারী শ্রমিক পুলের ওপর উঠলে পুলটি ভেঙ্গে পড়ে। এতে মধ্য বয়সী ওই নারী শ্রমিকরা আহত হন। একজনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে। পুলটি মেরামতের জন্য দ্রুত পদক্ষেপে গ্রহন করা হবে।
https://www.kaabait.com